জনতার কলম ওয়েবডেস্ক :- জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। পরিস্থিতি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতে রবিবার রাতেই জম্মু পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।
রাজভবনে রাত কাটিয়ে সোমবার সকালে অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, আইবি প্রধান তপন ডেকা, বিএসএফ ডিজি দলজিৎ সিং চৌধুরী ছাড়াও আবহাওয়া দফতর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা। বৈঠকে সীমান্ত বেড়াজাল, অবকাঠামো, সরকারি-বেসরকারি সম্পত্তি এবং কৃষিজমির ক্ষতির বিস্তারিত পর্যালোচনা হয়।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে শাহ ঘোষণা করেন, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের জন্য কেন্দ্র আন্তঃমন্ত্রক দল (IMCT) গঠন করবে। যুগ্মসচিব পদমর্যাদার অফিসারদের নেতৃত্বে এই দলে অর্থ, কৃষি, জলশক্তি, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন ও সড়ক পরিবহন মন্ত্রকের বিশেষজ্ঞরা থাকবেন। তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখবেন।
সোমবারই অমিত শাহ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির আকাশপথে পরিদর্শন করার কথা। তাঁর সূচিতে রয়েছে কাটরা—যেখানে ২৬ আগস্ট ভূমিধসে মাতা বৈষ্ণো দেবীর পুরনো পথে ৩৫ জন তীর্থযাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছিলেন। পাশাপাশি কিশতওয়ার জেলার চিশোটি গ্রাম, যেখানে মেঘভাঙা বৃষ্টিতে ৬৭ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০ জন এখনও নিখোঁজ।
সরকারি হিসাব বলছে, বিপুল সংখ্যক সড়ক, সেতু, ঘরবাড়ি ও কৃষিজমি ধ্বংস হয়ে গিয়েছে। উদ্ধার ও পুনর্গঠন কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। অমিত শাহের এই সফর প্রমাণ করছে, কেন্দ্র পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
Leave feedback about this