জনতার কলম ওয়েবডেস্ক :- রাজস্থানের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভজনলাল শর্মা। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরওয়া। তিনজনকেই শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কালরাজ মিশ্র। জয়পুরের রামনিবাস বাগের অ্যালবার্ট হলে এই অনুষ্ঠান হয়। এই তিনজন ছাড়া, আর কোনও মন্ত্রী এদিন শপথ নেননি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ। এমনকি, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলটও। ছিলেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থান বিজেপির অন্যতম বড় নেত্রী বসুন্ধরা রাজেও। প্রসঙ্গত, এই বারও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন বসুন্ধরা রাজে। শেষ পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মার নাম ঘোষণা করেন।
Leave feedback about this