2024-12-18
agartala,tripura
অপরাধ রাজ্য

জন্মদাত্রী অসহায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই ছেলে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্মদাত্রী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই ছেলে। অসহায় বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দোকানে ঠাই নিয়েছেন। সামাজিক অবক্ষয়ের এই করুণ ছবি শহর আগরতলায়। ভাল্লুকিয়ালুঙ্গা এলাকার বাসিন্দা জ্যোৎস্না মালাকার। বয়স এখন উনার প্রায় ৯০ বছর। মহিলার দুই ছেলে। একজনের নাম রণজিত ও অন্যজনের নাম মনিন্দ্র মালাকার। বৃদ্ধ মহিলার রয়েছে নাতি-নাতনিও।

অভিযোগ প্রায় এক মাসের বেশি সময় ধরে দুই ছেলেই জন্মদাত্রী মাকে বাড়িতে জায়গা না দিয়ে নিজ নিজ বাড়ি থেকে বের করে দেন। অসহায় মহিলা অনেকের বাড়িতে গিয়ে এমনকি নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে চাইলেও কেউ জায়গা দেয়নি। পরে মহিলাকে উনার ভাইপো বাড়িতে নিয়ে যায়।

সেখানে কিছুদিন থাকার পরে মহিলা হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে চিকিৎসা করান বৃদ্ধ মহিলার এক ভাই। বর্তমানে অসহায় মহিলার জায়গা হয়েছে ভাল্লুকিয়া লুঙ্গা এলাকার একটি দোকান ঘরে। ছেলেদের এমন আচরণে মহিলা শুধু কেঁদেই চলেছেন। এদিকে মহিলার ভাই জানান, উনি স্থানীয়দের জানিয়েছেন বিষয়টি মীমাংসা করে এর সুষ্ঠু সমাধান করে দেওয়ার।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service