2024-12-15
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা “ভারত রত্ন” অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ত্রিপুরা প্রদেশ বিজেপির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শক্তিশালী ভারত গঠনে উদ্যোগী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস ১৬ই আগস্ট। এবছর অটল জির পঞ্চম প্রয়াণ দিবস। অটল বিহারী বাজপেয়ি ছিলেন ভারতের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১৬ আগস্ট প্রয়াত হন তিনি। চার দশকেরও বেশি সংসদের দায়িত্ব পালন করেছিলেন বাজপেয়ী।পোখরানে পরমাণু পরীক্ষা আর বোমা বিস্ফোরণ তার সরকারের অন্যতম কৃতিত্ব। কারগিল যুদ্ধে জয়লাভও তার সরকারের একটি বড় সাফল্য। ২০১৪ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় তাকে। ২৫শে ডিসেম্বরে তার জন্মদিনে সুশাসন দিবস পালন করা হয়। অটল জি প্রথম মাত্র ১৩ দিনের প্রধানমন্ত্রী ছিলেন। তারপর মাত্র ১৩ মাসের জন্য প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৯৯ সালে তিনি সম্পূর্ণ পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব সামাল দেন। অটল বিহারী বাজপেয়ী প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি পাঁচ বছরের মেয়াদ শেষ করেছিলেন। এরকম একজন ব্যক্তির প্রয়াণ দিবস গোটা দেশ জুড়েই নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছর উদযাপন করে আসছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। এবারও তার ব্যতিক্রম নয়। গোটা দেশের সাথে বুধবার রাজ্যেও শ্রদ্ধার সাথে অটল জিকে স্মরণ করলেন বিজেপির নেতাকর্মীরা। তবে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে অটলজির প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service