2025-11-15
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

জনজাতীয় গৌরব দিবসে ফটিকরায় মন্ত্রী সুধাংশু দাসের বার্তা: ‘বিরসা মুন্ডা অনন্ত প্রেরণা’

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- জনজাতি আন্দোলনের মহান পুরোধা ও স্বাধীনতার আগুনে প্রজ্জ্বলিত সংগ্রামী নেতা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ফটিকরায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো জনজাতীয় গৌরব দিবস। মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে জুরিছড়া বাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই জমায়েত হতে থাকেন স্থানীয় মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিধায়ক ও রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার ঊনকোটি জেলা সভাপতি পূর্ণ মোহন দেববর্মা, মন্ডল সভাপতি তরুণ কুমার দাস, মন্ডল জনজাতি মোর্চার সভাপতি লগ্নমনি রিয়াংসহ অন্যান্য নেতৃত্ব।

সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস ভগবান বিরসা মুন্ডার বীরোচিত সংগ্রাম, ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষায় তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জনজাতি সমাজের ইতিহাস, সংস্কৃতি ও স্বকীয়তাকে নতুন করে মর্যাদা দেওয়া হচ্ছে। শিক্ষা, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। গোটা প্রাঙ্গণজুড়ে বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদনের আবেগ এবং জনজাতীয় ঐতিহ্য উদযাপনের গর্বময় পরিবেশ তৈরি হয়।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service