জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের জনজাতিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সবসময় জনজাতিদের কল্যাণে তাদের পাশে রয়েছে। মঙ্গলবার আগরতলার পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে ট্রাইবাল ওয়েলফেয়ার অধিকর্তার অফিস প্রাঙ্গণে আগরতলা পুর নিগম এলাকার জনজাতি সুবিধাভোগীদের হাতে চলমান ফুড কার্ট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি সুবিধাভোগীদের উদ্দেশ্যে আরও বলেন তাদের ব্যবসার জন্য লাইসেন্স থেকে শুরু করে প্রয়োজনে কর্পোরেশন থেকে অর্থের ও ব্যবস্থা করে দেবে উপজাতি কল্যাণ দপ্তর। তবে সুনামের সাথে যাতে তারা তাদের ব্যবসা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেই চেষ্টা করে যেতে হবে। রাজ্য সরকার চায় প্রত্যেকে যাতে আত্ম নির্ভর হতে পারে। এদিন বেকার জনজাতি সুবিধাভোগীদের হাতে এই চলমান ফুড কার্ট তুলে দেন তিনি। স্বভাবতই এই ফুড কার্ট পেয়ে খুশি এরা। এই ফুড কার্টকে কেন্দ্র করে এই সুবিধাভোগীদের হাত ধরে রচিত হতে যাচ্ছে স্বরোজগারের এক নতুন অধ্যায়। এমনটাই মনে করছে বিভিন্ন মহল।
রাজ্য
জনজাতি সুবিধাভোগীদের হাতে চলমান ফুড কার্ট বিতরণ
- by janatar kalam
- 2023-08-22
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this