2025-08-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

“জনগণের সমস্যা দ্রুত সমাধান করতে হবে”—কর্মকর্তাদের নির্দেশ পঞ্চায়েতমন্ত্রীর

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েতস্তরের জনগণের জীবন ও জীবিকার মান আরও উন্নত করতে সুপরিকল্পিতভাবে কাজ করার ওপর জোর দিলেন পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মন। গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি বলেন, “পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে এবং প্রতিটি কর্মসূচি সঠিকভাবে রূপায়ণ নিশ্চিত করতে হবে।”

দক্ষিণ ত্রিপুরা জেলার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এদিন সভার আয়োজন করা হয়। সভায় মন্ত্রী নির্দেশ দেন, স্থানীয় পঞ্চায়েতস্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদেরও নিয়মিত তদারকিতে থাকতে হবে।

পঞ্চায়েতমন্ত্রী আরও বলেন, প্রতিটি পঞ্চায়েতে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, বি.এ.সি ও স্ট্যান্ডিং কমিটিগুলির সভা নিয়মিতভাবে আয়োজন করা অত্যন্ত জরুরি। একইসাথে, এলাকার জনগণের সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার ৮টি ব্লকের পঞ্চায়েত সমিতি ও বি.এ.সি-র চেয়ারম্যানগণ, জেলার বিভিন্ন ব্লকের বিডিও এবং একাধিক দপ্তরের পদস্থ আধিকারিকরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service