জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজ্যের নাগরিকদের সমস্যা সমাধান এবং জনকল্যাণ সুনিশ্চিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বাধীন সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এই উদ্যোগেরই ধারাবাহিকতায় বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো **‘মুখ্যমন্ত্রী সমীপেষু’র ৫৬তম পর্ব**।
এই পর্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকরা নিজেদের নানান সমস্যা ও অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
মুখ্যমন্ত্রী জানান, “জনগণের সমস্যার সমাধানই আমাদের প্রশাসনের মূল লক্ষ্য। মানুষ যাতে সহজে সরকারের কাছে পৌঁছাতে পারে এবং ন্যায়সংগত সমাধান পায়, সেটাই ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’র উদ্দেশ্য।”
উল্লেখ্য, ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচি মুখ্যমন্ত্রী মানিক সাহার অন্যতম জনসংযোগমূলক উদ্যোগ, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা জানাতে পারেন। এই উদ্যোগ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় জনবিশ্বাস আরও দৃঢ় করেছে।





Leave feedback about this