2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ছিনতাই ও পুলিশের উপর আক্রমণকারীদের গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তার মাথা ছিনতাই কান্ডে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। সংবাদে প্রকাশ গত ১০ই সেপ্টেম্বর রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে ছিনতাই এর ঘটনাটি ঘটেছিল। পুলিশ এই ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা নিয়ে আসামিদের আদালতে তুলেছে। পরে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ অপর আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে অপর আরেকটি ঘটনায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে চার জনকে। তাদের প্রত্যেককেই আদালতে তোলা হবে। প্রসঙ্গত এই দুটি ঘটনা সংঘটিত হওয়ার পর অনেকটাই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ওসি তাপস দাস জানান এই কাণ্ডে জড়িত বাকিদেরও কিছুদিনের মধ্যে গ্রেফতার করা সম্ভব হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service