জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ দফা দাবিকে সামনে রেখে সোচ্চার হয়েছে ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটি। বৃহস্পতিবার তাদের তরফে এক প্রতিনিধি দল জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন দেয়। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে নতুন করে যেন কোনো ইলেকট্রনিক অটো বিক্রি না করা হয় ও রেজিস্ট্রেশন না দেওয়া হয়। কারণ শহরে রাস্তাঘাট সরু।
সেই অনুপাতে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। নতুন করে অটোর পারমিট প্রদান বন্ধ করারও দাবি জানানো হয়। তাছাড়া ফিটনেস ফাইন মুকুব করা, ই রিক্সার ফাইন মুকুব করা, শ্রমিক কল্যাণ বোর্ড গঠনের দাবি জানানো হয় ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে।
এদিন পরিবহন দপ্তরের সামনে দাবি আদায়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে জানান। দপ্তর এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।
Leave feedback about this