2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

চোরের ছুরিঘাতে গুরুতর আহত এক যুবক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি করতে এসে বাধার মুখে পড়ে নির্মীয়মাণ ভবনের কাজে যুক্ত এক কর্মীকে আক্রমণ করে আহত করলো চোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে স্মার্ট সিটি আগরতলার রামনগর ৫ নম্বর রোড এলাকায়। আক্রান্ত যুবক জিবিতে চিকিৎসাধীন। রামনগর ৫ নম্বর রোড এলাকায় একটি ভবন নির্মাণ হচ্ছে। সেখানে কুমারঘাটের এক যুবক কাজে যোগ দেন।প্রায় দুই-তিন মাস আগে সে কাজে যোগ দেয়। অভিযোগ শনিবার রাতে নির্মাণস্থল থেকে রড চুরি করতে যায় চোর।

ঘটনা দেখতে পেয়ে ধাওয়া করে কাজের স্থলে থাকা এই যুবক। অভিযোগ তখনই রড চুরি করতে আসা চোর ধারালো কিছু দিয়ে যুবককে আক্রমণ করে।অভিযোগ এতে আহত হয় কাজের নিযুক্ত কর্মী প্রসেনজিত দাস নামে যুবক।পালিয়ে যায় চোর। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায় পুলিস। পুরো ঘটনার তদন্ত করছে পুলিস।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service