জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চৈত্র মেলার ভিটি বণ্টন নিয়ে রসিকতার অভিযোগ। মঙ্গলবার রাতভর রাস্তায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও চৈত্র মেলার ভিটির ফরম পাননি অনেকে। এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা পুর নিগম ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেন। মেয়র দীপক মজুমদার ওই ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন বলে খবর।
মেয়র বলেন, এবছর প্রায় ৩০০ জন ব্যবসায়ীকে চৈত্র মেলায় দোকান বণ্টন করা হয়েছে। পুর নিগমের নির্ধারিত তালিকা অনুযায়ী ব্যবসায়ীরা তাদের ভিটি পাবেন। তিনি ব্যবসায়ীদের সাবধান করেন, যাতে তারা কোনো দালালের প্রভাবে না পড়েন। মেয়র আরো বলেন, রাজধানীর ঐতিহ্যবাহী এই মেলা আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, মেলায় ক্রেতা-বিক্রেতার মধ্যে সুস্থ সম্পর্ক বজায় থাকবে এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হবে।
এদিকে বিভিন্ন মহলে প্রশ্ন গোটা শহরকে জ্যাম করে শুকুন্তলা রোডে কেন চৈত্র মেলা বসানো হচ্ছে প্রতিবার। এইজাতীয় মেলারজন্য শিশু উদ্যানকে ব্যবহার করা যেতে পারে। তিনশ কেন? সেখানে নয়শ ব্যবসায়ী দোকান নিয়ে বসতে পারেন প্রশাসনের এদিকে কোনো চিন্তা ধারণা নেই বলে ধারণা বিভিন্ন মহলের মেয়রের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা চলে যান মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে।
সেখানে গিয়ে তাদের কথা মুখ্যমন্ত্রীকে জানানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদেরকে সেই সুযোগ দেয়নি। এদিকে প্রতি বছর আগরতলায় চৈত্র মেলার আগে এই ধরণের একটি সমস্যা দেখা দেয়। যারাই চৈত্র মেলায় স্টল দেওয়ার জন্যে ফরম নিতে পারেন না তারাই আন্দোলনে নামেন। তার উপর কালোবাজারির অভিযোগ তো রয়েছেই। এবারেও এর ব্যতিক্রম হয়নি।
Leave feedback about this