জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-টকারজলা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার হয় বিশালগড় উত্তর রাউৎখলার নুরুল হকের বাড়িতে৷ তিনদিন আগে টাকারজলা থানাধীন অমরেন্দ্রনগর এলাকার ডিয়াম জমাতিয়ার এই বাইকটি চুরি হয়।
রবিবার সকালে ডিআইবি শাখার তৎপরতায় বিশালগড় থানার পুলিশ এই বাইকটি উদ্ধার করে। কিন্তু নুরুল হকের ছেলে অভিযুক্ত রাজীব পলাতক, তার বিরুদ্ধে বহু অভিযোগ আছে।
Leave feedback about this