2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

চুরাইবাড়ি থানার নেশা বিরোধী অভিযানে সাফল্য

রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা বিরোধী অভিযানের সাফল্য আবারো প্রকাশ্যে এলো। জানা যায় আগে থেকেই চোরাই বাড়ি থানার ওসি সমরেশ দাসের নিকট গোপন খবর ছিল গাঁজা বোঝাই লড়ি ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচার হবে। সেই খবরের উপর ভিত্তি করে সোমবার নাকা পয়েন্টে ওৎ পেতে বসে পুলিশ। এমন সময় MH40BL- 7944 নম্বরের দশ চাকার কন্টেনার গাড়িটি নাকা পয়েন্টে আসতেই গাড়িটি আটক করে তল্লাশি করে গাড়িতে থাকা

বাঁশের ট্রে’র মধ্যে লুকায়িত অবস্থায় দশ পেকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য একুশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। এদিকে গাড়ির চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে।ধৃতদের বাড়ি অসমে। চালক জানায় রাজধানী আগরতলা থেকে গৌয়াহাটি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাঁজা সহ এই অন্যান্য সামগ্রীগুলি।অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়েছে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service