2025-09-20
Ramnagar, Agartala,Tripura
খেলা

চীন মাস্টার্স সেমিফাইনালে সাটউইক-চিরাগ

জনতার কলম ওয়েবডেস্ক:- ব্যাডমিন্টনে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাটউইকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। চীন মাস্টার্স ২০২৫-এ সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তারা।

অষ্টম বাছাই ভারতীয় এই জুটি কোয়ার্টার ফাইনালে চীনের রেন শিয়াং ইউ ও জি হাওনান-এর বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখান। অনবদ্য খেলে সোজা সেটে ২১-১৪, ২১-১৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সাটউইক-চিরাগ।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে নবম স্থানে থাকা সাটউইক-চিরাগ আজ সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী, মালয়েশিয়ার দ্বিতীয় বাছাই জুটি অ্যারন চিয়া ও সোহ উই ইয়িকের বিরুদ্ধে। এটি হবে চলতি বছরে সাটউইক-চিরাগের সপ্তম সেমিফাইনাল।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service