2024-12-19
agartala,tripura
বিনোদন রাজ্য

চিত্র জগতে প্রবেশ রাজ্যের মেয়ে দেবাদ্রিতার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ অক্টোবর মুম্বাইতে ওটিপি প্লেটফরমে রিলিজ হয়েছে রাজ্যের কমলপুরের বাস্তুকার অখিল দত্ত ও সোমা দত্তের মেয়ে দেবদ্রিতা দত্তের শর্ট ফিল্ম ‘হেমলক ‘। যার পরিচালক সাইফ বৈদ্য। সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীর আশীর্বাদ প্রার্থনা করেছেন দেবাদৃতা । আগামী দিন যাতে আরো ভালোভাবে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে সিনেমার জগতে সেই কামনাও করেছে ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service