2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য স্বাস্থ্য

চিকিৎসকের গাফিলতিতে নাবালক মৃত্যুর অভিযোগ আত্মীয় পরিজনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিকিৎসকের ভুল অপারেশনে এক নাবালকের মৃত্যুর অভিযোগ। ঘটনা উদয়পুর টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে। সংবাদে প্রকাশ উদয়পুর ফুলকুমারী এলাকার বাসিন্দা অনিক দেব গলার সমস্যা নিয়ে উদয়পুর টেপানিয়া হাসপাতালে ভর্তি হয় বৃহস্পতিবার সকালে। হাসপাতালে কর্মরত চিকিৎসক অনিক দেবের গলায় অস্ত্রোপচার করে। তারপর থেকেই অনিক দেবের শারীরিক সমস্যা দেখা দেয়। আশ্চর্যজনক ভাবে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে অনিক দেবকে মৃত অবস্থায় উদয়পুর টেপানিয়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করে দেয় বলে অভিযোগ করেন মৃত অনিক দেবের পরিবারের লোকজন। এদিকে জিবি হাসপাতালে আনার পর সেখানে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর নাবালক অনিক দেবকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক ঘটনায় ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত নাবালক ছেলের মা বাবা সহ আত্মীয় পরিজন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service