2024-11-07
agartala,tripura
রাজ্য

চালু হল আগরতলা-হায়াদ্রাবাদ সরাসরি বিমান পরিষেবা, ফিতা কেটে সুচনা করলেন রাজ্যপাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বৃহৎ বিমানবন্দর এমবিবি বিমানবন্দর। এমবিবি বিমানবন্দর থেকে নতুন নতুন বিমান পরিষেবা চালু হওয়া জরুরী। আগরতলা-হায়াদ্রাবাদ বিমান পরিষেবা চালু হওয়ার ফলে রাজ্যের মানুষ উপকৃত হবেন। সোমবার এম বি বি বিমানবন্দরে এক অনুষ্ঠানে একথা বললেন রাজ্যপাল।এবার আগরতলার সঙ্গে বিমান পথে সরাসরি যুক্ত হল হায়দ্রাবাদ।

রাজ্যে বিমান পরিষেবার উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালক। চালু হল আগরতলা-হায়াদ্রাবাদ সরাসরি বিমান পরিষেবা। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এমবিবি বিমানবন্দর থেকে আগরতলা-হায়াদ্রাবাদ বিমান পরিষেবা চালু হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের এয়ারপোর্টের ডাইরেক্টর কে মিনা সহ অন্যান্যরা।

এইদন ফিতা কেটে আগরতলা-হায়াদ্রাবাদ বিমান পরিষেবার অনুষ্ঠানিক সুচনা করেন রাজ্যপাল। এই রুটে বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি রাজ্যের মানুষ। কারণ লেখাপড়ার পাশাপাশি অসুস্থ হলে অনেকে হায়দ্রাবাদ যান। ফলে কলকাতা ভায়া তাদের যেতে হতো। এখন সেই সমস্যা মিটে গেল।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service