2025-04-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

চারটি বানর এবং গুইলসাপ মেরে পালিয়ে যাওয়ার সময় আটক ২ যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফটিকরায়ের কাঞ্চন বাড়ির তরণী নগর মালাকার পাড়ায় এক দুঃখজনক ঘটনা প্রত্যক্ষ করা যায়। স্থানীয় কিছু লোক দুই যুবক বানরকে নির্মমভাবে হত্যা করে বস্তায় বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে, সমাজের কিছু সহৃদয় ও সচেতন ব্যক্তি ঘটনাটি চোখে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এবং দুই যুবকদের আটক করে।

আরো দুইজন সঙ্গে সঙ্গে পালিয়ে যায় এলাকা থেকে।পরে তাদেরকে বন বিভাগের (ফরেস্ট বিভাগ) কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় মানুষদের তৎপরতায় প্রাণী সংরক্ষণ ও বন আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হলো। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, সচেতন নাগরিকদের উদ্যোগ ছাড়া প্রকৃতি ও বন্য প্রাণীদের সুরক্ষা সম্ভব নয়।বন্য প্রাণীরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় অপরিহার্য।

এদের হত্যা শুধু নিষ্ঠুরতাই নয়, বরং পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী মারাত্মক প্রভাব ফেলে। বন আইন অনুযায়ী, যেকোনো ধরনের বন্য প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।আমাদের সকলের উচিত বন্য প্রাণী সংরক্ষণের জন্য আরও সচেতন হওয়া এবং এই ধরনের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকা। একইসঙ্গে প্রশাসনের উচিত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service