জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩৬১ জন টেট উত্তীর্ণ শিক্ষকদের অবিলম্বে নিয়োগ করার দাবিতে সরব হয়েছেরা টেট উত্তীর্ণরা । তাদের দাবি যেহেতু অল্প সংখ্যক শিক্ষক-শিক্ষিকারা টেট উত্তীর্ণ হয়েছে সেহেতু তাদের প্রত্যেকের একই সঙ্গে চাকরির ব্যবস্থা করা । কেননা রাজ্যে বর্তমানে প্রচুর শিক্ষক স্বল্পতা রয়েছে । এখনই যদি টেট উত্তীর্ণদের থেকে নিয়োগ না করে তাহলে আগামী দিনে প্রচন্ড শিক্ষক-স্বল্পতা দেখা দেবে । বর্তমান শিক্ষাবর্ষে সরকারের সদিচ্ছা থাকলে টেট উত্তীর্ণদের প্রত্যেকের একই সঙ্গে চাকরি দেওয়া যেতে পারে । প্রসঙ্গত প্রায় প্রতিদিন অবসরে চলে যাচ্ছে শিক্ষক-শিক্ষিকারা । এই খালি স্থানগুলি অনায়াসেই পূরণ করতে পারে শিক্ষা দপ্তর । যদিও এই বিষয়ে শিক্ষা দপ্তরে যোগাযোগ করলে তারা কোন সদ উত্তর দিতে পারছে না । বর্তমানে টেট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা শুধুমাত্র শিক্ষা দপ্তরের মুখাপেক্ষী হওয়া ছাড়া আর কোন উপায় নেই তাদের সামনে ।
Leave feedback about this