2025-02-11
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

চাকুরীর তালিকা দিচ্ছে না, রাজ্যে ৫০ হাজার চাকুরীর প্রতিশ্রুতি কোথায় গেল : বামফ্রন্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যারা এই সরকারের আমলে চাকুরী পাচ্ছে তাঁদের নামের তালিকা সহ বিস্তারিত তথ্য জন সমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছে রাজ্য বামফ্রন্ট। পাশাপাশি সরকার সত্য লুকোচ্ছে বলেও অভিযোগ বামফ্রন্টের। মঙ্গলবার আগরতলার মেলার মাঠে সংবাদ মাধ্যমের সামনে এই দাবী তুলেছেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর।সম্প্রতি দেশের সংসদে পেশ হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট।

বাজেটের মুল সুর নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছে বাম দল সহ অন্যান্য বিরোধীরা। বাজেটকে দিশাহীন, অন্তঃসার শূন্য সহ নানা অভিধায় ব্যাখ্যা করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। এই নিয়ে গোটা দেশে বাজেট বিরোধীতায় সোচ্চার হয়েছে বিরোধীরা। এই রাজ্যেও ৫টি বামপন্থী দল ও সংগঠনের পক্ষ থেকে বাজেট বিরোধী আন্দোলনে নামছে।

আগামী ১৪ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় রাজধানীর শকুন্তলা রোডে দুই ঘণ্টার গণ অবস্থান কর্মসুচীর ঘোষণা দেওয়া হল রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। সংবাদ সন্মেলনে বসে এই কর্মসূচী ঘোষণা করতে দেখা গেল রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক নারায়ন করকে। বাজেটের বিরোধীতার সুর চড়িয়ে বামফ্রন্ট আহ্বায়ক নারায়ন কর রাজ্য পরিস্থিতির কথাও তুলে আনেন বক্তব্যে।

রাজ্যের বেকারদের সরকারী চাকুরী প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সরকারের ঘোষণার তীব্র সমালোচনা করে নারায়ন কর আরো বলেছেন , ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন বছরের ২ কোটি চাকুরী দেওয়া হবে। ত্রিপুরার ১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বলেছিল ৫০ হাজার যুবক যুবতীর চাকরি দেওয়া হবে।

কোথায় গেল তাদের সেই প্রতিশ্রুতি ? চাকরি দেওয়া হচ্ছে নাম ঠিকানা সহ তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। কারণ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর বহির রাজ্যের অনেক যুবক-যুবতী গ্রুপ ডি গ্রুপ সির চাকুরী বাগিয়ে নিয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service