জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইতিহাস গড়ল ভারত! সারা ভারত তো উচ্ছ্বসিত ছিলই, আগ্রহে তাকিয়ে ছিল সারা বিশ্বই। অবশেষে সেই অপেক্ষা সার্থক হল। প্রতীক্ষার শুভ অবসান। ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ নামিয়ে অবশেষে তৈরিই করে ফেলল ইতিহাস। ভারতীয় মহাকাশবিজ্ঞানের পরিসরে এক মহাবিপ্লব ঘটে গেল। চাদের মাটিতে চন্দ্র যান নামতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল ভারতের সব রাজ্যের মানুষ। ত্রিপুরায় প্রদেশ বিজেপি দল উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে গিয়ে সেই আনন্দে শামিল হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি দলের সমস্ত কার্যকর্তারা। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, আজ শুধু আনন্দের দিন সবাই মিলে একসাথে আনন্দ আর হৈ হুল্লোরে মেতে উঠবো।
Leave feedback about this