জনতার কলম ওয়েবডেস্ক :- আর কখনো দেখা যাবে না একসময়ের বাইশ গজের কিংবদন্তি, যিনি কখনো বল হাতে আর কখনো ব্যাট হাতে বদলে দিয়েছেন ম্যাচের রঙ। কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে হারই মানতে হল জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিককে। গতকাল মঙ্গলবার চিকিত্সকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে ৪৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। উনার জীবনকালে তিনি এক যুগ দেশের জার্সি গায়ে খেলেছেন টেস্টও একদিনের ম্যাচ। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন স্ট্রিক। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন। তিনিই জিম্বাবোয়ের একমাত্র খেলোয়াড় যাঁর টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেট এবং একদিনের ক্রিকেটে ২০০০ রান ও ২০০ উইকেট রয়েছে। উনার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহলে।
খেলা
চলে গেলেন ক্রিকেট কিংবদন্তি জিম্বাবুয়ে প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক
- by janatar kalam
- 2023-08-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this