2026-01-30
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চলতি অর্থবছর শেষের আগেই প্রকল্পের কাজ সম্পন্নের নির্দেশ মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই বাজেটে বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিলেন প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, মৎস্য দপ্তর এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করতে গিয়ে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকে মন্ত্রী বলেন, সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করা গেলে ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের জন্য অর্থ বরাদ্দ পাওয়া সহজ হয়। এর ফলে সমাজের অন্তিম প্রান্তের মানুষ পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়। তিনি এই তিনটি দপ্তরের রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনায় মন্ত্রী নির্দেশ দেন, শিক্ষার্থীদের স্টাইপেন্ড প্রাপ্তির ক্ষেত্রে যেন কোনও ধরনের জটিলতা বা বিলম্ব না হয়, সে বিষয়ে দপ্তরের আধিকারিকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

মৎস্য দপ্তরের কাজকর্ম নিয়ে আলোচনাকালে মৎস্যমন্ত্রী জলাশয়ের সংখ্যা বৃদ্ধি, পুরনো জলাশয় সংস্কারের মাধ্যমে মাছচাষ সম্প্রসারণ এবং বিভিন্ন জলাশয়ে অধিক হারে মাছের পোনা ছাড়ার উপর গুরুত্ব দেন। পাশাপাশি মৎস্যচাষিদের বিজ্ঞানসম্মত মাছচাষের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এলাকাভিত্তিক সমস্যার দ্রুত সমাধানের জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার এবং সময়ের কাজ সময়মতো শেষ করার ওপর বিশেষ জোর দেন মন্ত্রী।

মন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ সহ প্রাণীসম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের সচিব দীপা ডি. নায়ার। এছাড়াও উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা ভাস্কর ভট্টাচার্য, খোয়াই জেলার ছয়টি ব্লকের বিডিও, খোয়াই ও তেলিয়ামুড়া পুরপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service