2025-10-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র আসরানি চলে গেলেন, শোক প্রকাশ সাংসদ দেবের

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-  প্রখ্যাত অভিনেতা আসরানির প্রয়াণে ত্রিপুরার পশ্চিম আসনের সাংসদ ও রাজ্য নেতা বিপ্লব কুমার দেব গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “উনার সঙ্গে সর্বশেষ সাক্ষাতে দীর্ঘক্ষণ পজিটিভ আলোচনা হয়েছিল। ভারতীয় চলচ্চিত্র জগতে উনার অবদান সর্বদা উজ্জ্বল হয়ে থাকবে।”

সাংসদ দেবের মন্তব্যে প্রমাণিত হয়, অভিনেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার শিল্পীজীবন বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। অভিনেতার প্রয়াণ শুধু চলচ্চিত্র জগতেই নয়, তার সঙ্গে সংযুক্ত সকল শিল্পীপ্রেমীদের জন্যও এক বড় ক্ষতি।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service