2024-12-15
agartala,tripura
খেলা

চন্দ্র মেমোরিয়ালের জয় ছিনিয়ে নিল ত্রিবেণী সংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয় জয় তুলে নিল এিবেনী সংঘ। শনিবার লিগ পর্বের ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বীরেন্দ্র ক্লাব ও এিবেনী সংঘ। ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে গত বছর দ্বিতীয় ডিভিশন চ্যষ্পিয়ন হয়েছিল প্রথম ডিভিশনে খেলতে আসা এিবেনী সংঘ। ম্যাচে এিবেনী সংঘের হয়ে হ্যাট্রিক করে চানচিন মুইয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে ২, ৭,১৪ মিনিটে পর পর ৩ টি গোল করে এবছর লিগে হ্যাট্রিকের তালিকায় দ্বিতীয় ফুটবলার হিসেবে নিজের নাম জায়গা করে নেয় চানচিন মুইয়া । ম্যাচে ৩-০ গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা বীরেন্দ্র ক্লাব ম্যাচের ৬৬ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে ৩-১ করে নেয়। ম্যাচে বীরেন্দ্র ক্লাবের হয়ে গোলটি করে সঞ্জয় রিয়াং। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত গোলের ব্যাবধান ৩-১ ধরে রেখে জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন এিবেনী সংঘের ফুটবলাররা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service