জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্দ্রযান থ্রি আকৃতিতে এ বছরের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করেছে রাজধানীর ধলেশ্বরের প্রান্তিক ক্লাব । প্রায় ১০ লক্ষ টাকা বাজেটে পুজোর আয়োজন করেছে শহরের বনেদি এই ক্লাবটি । প্রতি বছরই পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের টানতে নতুনত্ব একটানা একটা কিছু থাকেই এই ক্লাবের । গত বছর প্যান্ডেল তৈরি করেছিল কচ্ছপের উপরে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির । এবছর ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানিয়ে চন্দ্রযান থ্রি আকৃতির প্যান্ডেল তৈরি করতে উদ্যোগ নিয়েছিল ক্লাব । গত তিন মাস ধরে প্যান্ডেল তৈরির কাজ করেছে স্থানীয় শিল্পীরা । পঞ্চমীর দিন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে প্যান্ডেলটি । গতানুগতিক কাউকে দিয়ে উদ্বোধন না করিয়ে এবার চন্দ্রযান থ্রির সাথে যুক্ত বিজ্ঞানী সুব্রত চক্রবর্তী এবারের প্যান্ডেলের উদ্বোধন করবে । সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ক্লাব সম্পাদক ।
Leave feedback about this