2025-02-14
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

চন্দ্রপুরে যান দুর্ঘটনা, আহত তিনজন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধলেশ্বর ১১নং রোডের মুখে আসাম আগরতলা সড়কে দ্রুতগামী এই গাড়ির ধাক্কায় ড্রেনে ছিটকে পড়ল টমটম। ঘটনায় গুরুতর আহত টমটম চালক ও দুই যাত্রী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। প্রত্যক্ষদর্শিরা জানায় , জেল আশ্রম রোড এলাকার চন্দ্রপুরে রাস্তায় দাঁড়িয়ে পেসেঞ্জার নিতে যাওয়া এক টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার।

এতে রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পরে যায় টমটমটি। আহত হয় টমটমে থাকা চালক সহ যাত্রীরা। পরবর্তী সময় যে গাড়িটি ধাক্কা দেয় সেই গাড়ির চালক ফায়ার সার্ভিসে খবর দিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনায় কিছুক্ষনের জন্য চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service