2025-03-10
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজনৈতিক রাজ্য

চতুর্দশ দেবতা মন্দিরের কাছে স্বাস্থ্য কেন্দ্র নির্মানের জটিলতা নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চতুর্দশ দেবতা মন্দিরের কাছেই একটি স্বাস্থ কেন্দ্র নির্মাণ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর অবসানে সোমবার প্রশাসনিক স্তরে এক বৈঠকহয়। তাতে স্থানীয় বিধায়ক, তিপ্রাপরা মথার প্রতিষ্ঠাতা সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মহারাজা থাকা কালীন সময়ে চোদ্দ দেবতা মন্দিরের জন্যে জায়গা দেন করেছিলেন।

এখন এই মন্দিরের কাছেই একটি স্বাস্থ কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। আর তাতেই সৃষ্টি হয় জটিলতা। তাই সোমবার মন্দির প্রাঙ্গনে প্রশাসনিক স্তরে বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এর পৌত্র প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, রাজ্য সরকারের সচিব কিরণ গিল্ডে, স্থানীয় প্রশাসনের আধিকারিক, মন্দির কর্তৃপক্ষ ও সমাজপতিরা।

বিধায়ক জানান, জায়গা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার অবসানের জন্যেই এই বৈঠক। মন্দিরের জায়গার বাইরেই স্বাস্থ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। মন্দিরকে যেমন রক্ষা করতে হবে তেমনি মানুষের জন্যে স্বাস্থ কেন্দ্রও লাগবে। এদিকে প্রদ্যুৎ কিশোরেও এই বৈঠকে যোগ দিতে পেরে খুশি। বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে।

পরবর্তী সময় আবার বৈঠক হবে। সাধারণ মানুষ চাইছেন মন্দির যেমন থাকতে হবে তেমনি স্বাস্থ কেন্দ্রও প্রয়োজন। সমস্যার সুষ্ঠু সমাধান করে স্বাস্থ কেন্দ্রের কাজ যেন দ্রুত এগিয়ে যায়। কারণ ধর্মীয় স্থান এর পবিত্রতা যেমন রক্ষা করা দরকার তেমনি স্বাস্থ্য সেবাও জরুরি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service