2024-11-07
agartala,tripura
রাজ্য

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হলো হাল্কা বৃষ্টিপাত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ডানা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। পুরী ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। ডানার প্রভাবে রাজ্যেও হচ্ছে হালকা বৃষ্টি। রাজধানীতে এদিন বিকেলে হালকা বৃষ্টি হয়েছে। দিনভর ছিল আকাশ মেঘলা।

উড়িষ্যার ভিতরকনিকার কাছে ধামরা বন্দরে ল্যান্ডফল হবে ডানার। সেই সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। যদিও বৃহস্পতিবার দিনের বেলা থেকেই দাপট দেখাতে শুরু করেছে ডানা। এদিকে আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাষ অনুযায়ী ডানার প্রভাবে রাজ্যেও বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। আগরতলায় হয় হালকা বৃষ্টি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service