2024-12-19
agartala,tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্ব-দলীয় সংঘর্ষে রক্তাক্ত নব নির্বাচিত সদস্যা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আক্রান্ত নব নির্বাচিত সদস্যা। ফের স্ব-দলীয় সংঘর্ষে রক্তাক্ত বক্সনগরের ভেলুয়ারচর এলাকা। অভিযোগ বক্সনগরের বিধায়কের উপস্থিতিতে শপথ গ্রহণে সংঘর্ষ। ঘটনা বক্সনগরের ভেলুয়ারচরে। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে পথ অবরোধ বিজেপি কর্মীদের।

ঘটনাটি ঘটে মঙ্গলবার। জানা গেছে মিনতি সরকার দেব নামে এক সদস্যা জানান বিধায়ক তফাজ্জল হোসেন প্রতিশ্রুতি দিয়েছিলেন উনাকে প্রধান হিসেবে নিযুক্তি দেওয়া হবে। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে দেখতে পান প্রধান হিসাবে অপর এক জনের নাম প্রস্তাব করা হয়েছে। তার প্রতিবাদ জানান মিনতি সরকার দেব। এই প্রতিবাদকে কেন্দ্র করে বিধায়কের উপস্থিতিতে পঞ্চায়েত সদস্যা ও তার পরিবারের সদস্যদের মারধর করে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ।

আহত হন এক মহিলা। আহত মহিলাকে প্রথম বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে রেফার করা হয়। বর্তমানে জিবিতে চিকিৎসাধীন। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে স্ব-দলীয় কর্মীরা পথ অবরোধ করেন এবং বিধায়কের পদত্যাগের দাবি জানান। ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service