জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিউইয়র্কের সড়কে উঠলো স্লোগান। বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে ‘গো ব্যাক’-এর মতো স্লোগান দেয়। মোহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে আমেরিকায় রয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভকারীরা ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় জনতা ‘ইউনুস ফিরে যাও’, ‘ইউনুস ক্ষমতা ছাড়ো’, ‘শ্যাম অন ইউনূস’ এবং ‘হিন্দুদের ওপর হামলা বন্ধ করো’ ‘শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী’ এর মতো স্লোগান তোলা হয়।
উল্লেখ্য, শেখ হাসিনা দেশত্যাগের পর এবং সংসদ ভেঙে দেওয়ার পর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন ইউনূস। ৮৪ বছর বয়সী নোবেল বিজয়ী নোংরা রাজনীতি খেলে ক্ষমতায় এসেছেন বলে অভিযোগ করেছেন আমেরিকায় থাকা বাংলাদেশী বিক্ষোভকারীরা।
শেখ জামাল হুসেন নামে এক বিক্ষোভকারী বলেন, “মুহাম্মদ ইউনূস অসাংবিধানিক ও বেআইনিভাবে ক্ষমতা লাভ করেন। তিনি নোংরা রাজনীতি খেলেন এবং বহু মানুষ নিহত হন। এখন পর্যন্ত আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। আমরা জাতিসংঘকে বলতে চাই যে ইউনূস এখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন না।
আরেক প্রতিবাদী ডিএম রোনাল্ড বলেন, “আমরা শান্তি চাই। আমরা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে বিশ্বাস করি। বলপ্রয়োগ করে ক্ষমতা নেওয়ার পর তারা হিন্দু, মুসলমান ও খ্রিস্টানদের হত্যা শুরু করেছে। তারা মন্দির পুড়ছে। মসজিদ পুড়ছে, গির্জা জ্বালিয়ে দিচ্ছে।” বাংলাদেশে আমাদের মানুষ নিরাপদ নয়।
” আরেক প্রতিবাদী ডক্টর রহমান বলেন, “আমি এখানে এসেছি বাংলাদেশের ১১ কোটি ৭০ লাখ মানুষের প্রতিনিধিত্বকারী অবৈধ, অনির্বাচিত ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তিনি নির্বাচিত নন, তিনি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। তিনি সংখ্যালঘু বা কাউকে পাত্তা দেন না। তিনি অবৈধভাবে দেশ দখল করেছেন।”
Leave feedback about this