জনতার কলম ওয়েবডেস্ক :- গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা দিল আম আদমি পার্টি (AAP)। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের জোটে যাবে না।
দলের তরফে জানানো হয়েছে, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ “কেউই গ্যারান্টি দিতে পারছে না যে কংগ্রেসের নির্বাচিত বিধায়করা ভবিষ্যতে আবার বিজেপিতে যোগ দেবেন না।”
এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে, যখন গোয়া আপের কার্যনির্বাহী সভাপতি রাজেশ কালাঙ্গুটকর পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের কারণ হিসেবে জানান, কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে অন্য কোনো বিরোধী দলের সঙ্গে জোট না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর মতে, এতে বিরোধী ভোট ভাগ হবে এবং বিজেপি লাভবান হবে।
গোয়া আপের সভাপতি অমিত পালেকর জানান, রাজেশ কালাঙ্গুটকর কংগ্রেসের সঙ্গে জোট না করার বিষয়টিকেই পদত্যাগের মূল কারণ বলেছেন। তিনি আরও বলেন, “আমরা বহু আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছি যে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে না। কারণ কংগ্রেসের অনেক বিধায়ক অতীতে বিজেপিতে যোগ দিয়েছেন, ভবিষ্যতেও তার পুনরাবৃত্তি হতে পারে।”
পালেকর আরও দাবি করেন, কংগ্রেসের সিনিয়র নেতা ও প্রাক্তন সাংসদ ফ্রান্সিস্কো সারদিনহা নিজেই বলেছেন যে, ২০২৭ সালে কংগ্রেস যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে তাদের বিধায়করা আবার বিজেপিতে চলে যেতে পারেন।
আপ নেতৃত্বের বক্তব্য, তারা গোয়ায় বিজেপি সরকার গঠনে কোনোভাবেই পরোক্ষ সহায়তা করবে না।
বর্তমানে গোয়া বিধানসভায় আম আদমি পার্টির দুইজন এবং কংগ্রেসের তিনজন বিধায়ক রয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের নির্বাচনে প্রথমবারের মতো আপ গোয়ায় দুইটি আসন জেতে। একই বছরে কংগ্রেসের ১১ জন বিধায়কের মধ্যে ৮ জন বিজেপিতে যোগ দেন। এর আগে, ২০১৯ সালের জুলাইয়ে কংগ্রেসের ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন।
Leave feedback about this