2024-12-21
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

গোপন সংবাদের ভিত্তিতে একটি পিস্তল, নয় রাউন্ড গুলি, এবং ৪ কেজি গাঁজা উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুর মহকুমা হেজামারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, নয় রাউন্ড গুলি, এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা সক্ষম হয়েছে। সাথে এক যুবককে আটক করা হয়েছে। জানা যায়, গতকাল রাত ১২ টা নাগাদ সিধাই থানায় খবর আসে গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই মোতাবেক মোহনপুর মহকুমা হেজামারা এলাকায় অভিযান চালিয়েছে। তখন টিআর০১বিউ০৩৮৭ নম্বর সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল, নয় রাউন্ড গুলি, এবং ৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে লেফুঙ্গা থানার অন্তর্গত অভিচরণ এলাকার রঞ্জন দেববর্মা নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service