জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীতে বাড়ছে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের আনাগোনা। অভিযোগ দালালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা ধরাও পড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশী নাগরিকরা। রবিবার তিন বাংলাদেশী আটক রাজধানীর আর এম এস চৌমুহনী থেকে।
পশ্চিম থানার ও সি জানান গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায়। ধৃতরা হল তাসমিন, ইমরান ও জাসিন। অভিযোগ তারা লঙ্কামুড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। পুলিস রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়। এর দুই- তিন দিন আগেও লঙ্কামুড়া ও সিটি সেন্টারের সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
Leave feedback about this