2024-12-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

গোপনে চলছে কচ্ছপ বিক্রির রমরমা ব্যবসা,এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন দাবি জনতার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে কচ্ছপের মাংস বিক্রি প্রকাশ্যে বন্ধ হলেও গোপনে চলছে রমরমা ব্যবসা । প্রশাসনকে কাল ঘুমে রেখে একশ্রেণীর দুষ্টচক্র ব্যাগে করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে কচ্ছপ কিংবা কাটা মাংস । এক সময় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে প্রকাশ্যেই ছোট ছোট কচ্ছপ কেটে মাংস বিক্রি করত ব্যবসায়ীরা । প্রশাসন উদ্যোগ গ্রহণ করে সেটা বন্ধ করে দিয়েছিল । বর্তমানে গোপনে চলছে এই ব্যবসার রমরমা । মঙ্গলবার রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় বাইকে করে কচ্ছপ নিয়ে রওনা দিয়েছিল কতিপয় ব্যক্তি । হঠাৎই একটি কচ্ছপ ব্যাগ থেকে ছিটকে পড়ে যায় । স্থানীয় মানুষরা দেখে ওই ব্যক্তির পিছনে ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি । পরবর্তীতে কয়েকজন মিলে কচ্ছপটিকে এনে রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি দিঘিতে ছেড়ে দিয়েছে । এই অবস্থায় লুপ্তপ্রায় কচ্ছপের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন । জনতার দাবি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service