জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি গুলিতে গেস্ট লেকচারারের পরিবর্তে স্থায়ী লেকচারার পদে নিয়োগের দাবিতে সরব হয়েছে অল ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন । একই সঙ্গে সরব হয়েছে ত্রিপুরা নেট স্ল্যাট পি এইচ ডি ফোরাম । তাদের দাবি অবিলম্বে যাতে সংশ্লিষ্ট পদ গুলিতে স্থায়ী লেকচারার নিয়োগ করা হয় । এ নিয়ে বেশ কয়েকবার সংশ্লিষ্ট পদগুলির চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিল । দুর্ভাগ্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ তারা পায়নি । ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা অবিলম্বে তাদের শূন্য পদগুলিতে নিয়োগ করার জন্য দাবি জানিয়েছে । নতুবা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ।
Leave feedback about this