2024-11-26
agartala,tripura
রাজ্য

গৃহ শিক্ষকের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ছাত্রছাত্রীদের বেশী করে পাঠ্যবই পড়তে হবে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গৃহ শিক্ষকের উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ছাত্রছাত্রীদের বেশী করে পাঠ্যবই পড়তে হবে। নিজে উদ্যোগী হয়ে জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা করতে হবে। ভালভাবে বোঝার জন্য প্রয়োজনে একই বিষয় বার বার পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। আজ সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব, আমবাসা বিএসি’র চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী তাদের সমস্যাগুলি অনুধাবন করে সমাধানের কথা বলেন।

মুখ্যমন্ত্রী আলোচনায় বলেন, সরকার ধীরে ধীরে সকল বিদ্যালয়ের অগ্রগতি নিশ্চিত করছে। এরই অঙ্গ হিসেবে সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কেও বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্কুলটি সিবিএসই-তে উন্নীত হয়েছে। বিদ্যালয়গুলির এই উন্নয়নের ধারা চলতে থাকবে। কিন্তু সেইসঙ্গে ছাত্রছাত্রীদের আরও বেশী মনযোগী হয়ে লক্ষ্য নির্দিষ্ট করে পড়াশোনা করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী নতুন ভবনের প্রতিটি ঘর ঘুরে দেখেন। নবনির্মিত স্মার্ট ক্লাস পর্যবেক্ষণ করেন। প্রসঙ্গত সালেমা দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের নির্মাণে রুরবান মিশনে বায় হয়েছে ১ কোটি ৩৯ লক্ষ ৭৪ হাজার টাকা। গ্রাউন্ড ফ্লোরে আছে ২টি ক্লাস রুম, ১টি কিচেন রুম, ১টি ডাইনিং রুম। ফার্স্ট ফ্লোরে রয়েছে ৪টি ক্লাস রুম এবং স্মার্ট ক্লাসের পরিষেবা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service