2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

গৃহস্থের সর্বস্ব লুটে নিয়ে যায় চোরের দল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ির মালিকের অনুপস্থিতিতে করইমুড়া তেবাড়িয়া এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটে ।সংবাদে প্রকাশ ,গত দুই তিন দিন ধরে করইমুড়া তেবাড়িয়া এলাকার বাসিন্দা রাজিব সরকারের স্ত্রী অসুস্থ হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন , আর সেই সুযোগকে কাজে লাগিয়ে শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন করইমুড়া তেবাড়িয়া এলাকায় রাজিব সরকারের বাড়িতে চোরের দল হানা দিয়ে স্বর্ণলংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় । রবিবার সকাল ১১ টা নাগাদ রাজিব সরকারের আত্মীয় পরিজনরা দেখতে পেয়ে খবর দেয় রাজীব সরকারকে ।এদিকে এই খবর পেয়ে মহকুমা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন রাজীব সরকার সহ তার স্ত্রী । খবর দেওয়া হয় বিশালগড় থানায় ,পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায় । যে ঘরের চোর আর বাইরের চোর ধরবে পুলিশ তাতে কি সম্ভব সেই দিকে তাকিয়ে রয়েছে রাজীব সরকারের পরিবারের সদস্যরা। কয়েক লক্ষ টাকার স্বর্ণালংকার সহ বাড়ির আসবাবপত্র সব নিয়ে যায় চোরের দল ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service