জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুরে শুক্রবার রাত থেকে শুরু হওয়া হিংসায় এ বার গুরুতর জখম হলেন এক সাংবাদিক। পুলিশ জানিয়েছে, কংপোকপি জেলার পাহাড়ের উপর থেকে কুকি জঙ্গিদের ছোড়া গুলিতে লাগোয়া পূর্ব ইম্ফল জেলার থমানপোকপি অঞ্চলে ওই সাংবাদিক আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত লেইমাপোকপাম কবিচন্দ্র স্থানীয় একটি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক।
পুলিশ জানিয়েছে, তাঁর উরুতে গুলি লেগেছে। কংপোকপি এবং পূর্ব ইম্ফলের সীমানাবর্তী ওই এলাকায় শুক্রবার রাতে গুলির লড়াইয়ে মণিপুর পুলিশের এক কমান্ডো, এক গ্রামরক্ষী এবং মেইতেই সশস্ত্র বাহিনী গোষ্ঠী আরাম্বাই টেঙ্গলের এক সদস্যও জখম হন বলে অভিযোগ। মেইতেইদের অভিযোগ, পাহাড়ের উপর থেকে দফায় দফায় গুলি চালাচ্ছে জঙ্গিরা।
চিনা মদতপ্রাপ্ত নিষিদ্ধ কুকি-জো জঙ্গিগোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্ট, ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্টের দিকে অভিযোগের আঙুলও উঠেছে। যদিও কুকিরা সেই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এলাকা দখল ঘিরে আরাম্বাই টেঙ্গলের সঙ্গে আর এক মেইতেই জঙ্গিগোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং তাদের রাজনৈতিক শাখা ‘রেভেলিউশনারি পিপলস ফ্রন্ট’ (আরপিএফ)-এর বিরোধের জেরেই এই সংঘর্ষ।
এরই মধ্যে চূড়াচাঁদপুর জেলার টি লাংঘোইমল এলাকায় শুক্রবার থেকে মাদক বিরোধী অভিযান শুরু করেছে অসম রাইফেল্স,মণিপুর পুলিশ এবং বন দফতরের যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, প্রথম দিন সাত একর আফিমের ক্ষেত নষ্ট করা হয়েছে। আফিম চাষিদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।
Leave feedback about this