জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহাল-এর সঙ্গে কথা বলেছেন এবং দু’দেশের মধ্যে বন্ধুত্বের গভীর বন্ধনকে আরও জোরদার করতে ভারত-নেপাল সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। মোদী ও প্রচণ্ডের মধ্যে টেলিফোন কথোপকথন দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময়ের ঐতিহ্যকে অব্যাহত রেখেছে।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নিতে এবং দু’দেশের মধ্যে বন্ধুত্বের গভীর বন্ধনকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী প্রচণ্ডের সাম্প্রতিক ভারত সফরের সময় ৩১ মে থেকে ৩ জুন ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার বিষয় নিয়ে উভয় নেতা ভারত-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী নেপাল ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশীদার।মোদী বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ২০২৩ সালের ১ জুন নয়াদিল্লিতে আমাদের ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে, আমরা আমাদের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি। এটি ভারত ও নেপালের মধ্যে বহুমুখী অংশীদারিত্বকে আরও জোরদার করবে।
দেশ
বিশ্ব
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে একমত ভারত-নেপাল
- by janatar kalam
- 2023-08-05
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this