2025-05-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ দেশ

গাঞ্জাবে আইএসআই মদতপুষ্ট বড় একটি জঙ্গিচক্রের মিললো হদিশ, গ্রেপ্তার ৬ ব্যক্তি

জনতার কলম ওয়েবডেস্ক :- গাঞ্জাবে আইএসআই মদতপুষ্ট বড় একটি জঙ্গিচক্রের হদিশ মিলেছে। মঙ্গলবার পাঞ্জাব পুলিশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। উত্তর প্রদেশ। হরিয়ানা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে একাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই আবহে গাজাবে জঙ্গিচক্রের হদিশ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ভারতে সন্ত্রাসী কার্যকলাপের জন্য বাব্বর খালসা ইন্টারন্যাশনাল নামে একটি নিষিদ্ধ সংগঠনকে কাজে লাগানো হচ্ছে। যার নেতৃত্বে রয়েছে পাক জঙ্গি হরবিন্দর সিং রিন্ডা। সংগঠনটির দুই হ্যান্ডলার মনিন্দর বিল্লা এবং মন্নু আগওয়ান বর্তমানে সক্রিয় রয়েছে।

শুধু তাই নয়, বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে বলেও খবর। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যেই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service