জনতার কলম ওয়েবডেস্ক:- রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে নবনির্মিত যশোদা মেডিসিটি হাসপাতালের উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ও উন্নয়নের লক্ষ্যে বেসরকারি খাতের মানসম্পন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি অমূল্য অবদান রাখতে পারে।
রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিষেবার প্রসার ও মান বজায় রাখা প্রত্যেক অংশীদারের দায়িত্ব, যাতে দেশের কোনও নাগরিক কার্যকর চিকিৎসা থেকে বঞ্চিত না হন। তিনি জোর দিয়ে বলেন, “স্বাস্থ্যসেবা হচ্ছে জাতি গঠনের অবিচ্ছেদ্য অংশ।”
রাষ্ট্রপতি মুর্মু জানান, কেন্দ্র সরকার সারা দেশে স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামো, প্রতিষ্ঠান এবং পরিষেবাগুলিকে শক্তিশালী করার জন্য ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “সরকারের এই সব উদ্যোগ একটি সুস্থ ও উন্নত ভারতের নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে এর সঙ্গে বেসরকারি ক্ষেত্রেরও সক্রিয় ভূমিকা থাকা জরুরি।”
রাষ্ট্রপতি কোভিড-১৯ মহামারির সময় যশোদা হাসপাতালের ভূমিকার প্রশংসা করে বলেন, হাসপাতালটি বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা করেছে এবং জাতীয় টিবি নির্মূল কর্মসূচির মতো সরকারি অগ্রাধিকারমূলক প্রকল্পেও অংশ নিয়েছে।
তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান, সিকল সেল অ্যানিমিয়া ও ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে জাতীয় প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হতে এবং গবেষণার মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে।
রাষ্ট্রপতি বলেন, “চিকিৎসা দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনও স্বাস্থ্য প্রতিষ্ঠানের অগ্রাধিকার হওয়া উচিত।”
তিনি যশোদা মেডিসিটির ‘সবার জন্য সুলভ ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা’ মিশন-এর প্রশংসা করে বলেন, “এই উদ্যোগ কেবল স্থানীয় নয়, জাতীয় পর্যায়েও স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিশা আনবে।”
শেষে রাষ্ট্রপতি মুর্মু আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারি ও বেসরকারি উভয় খাতের সহযোগিতায় ভারত খুব শিগগিরই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গন্তব্য হিসেবে আরও দৃঢ় অবস্থান তৈরি করবে।





Leave feedback about this