জনতার কলম ওয়েবডেস্ক :- শিন বেট মামলার শুনানি শুরু হতে না হতেই গাজায় ইজরায়েলি হানায় নিহত কমপক্ষে ২৫ জন। প্যালেস্তিনীয় চিকিৎসকেরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এর মধ্যে রয়েছে আট শিশু এবং পাঁচজন মহিলা।
এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছিলেন, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আটটি মামলার শুনানি চলেছে সেদেশের শীর্ষ আদালতে। নেতানিয়াহুর দেশের নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করাকে চ্যালেঞ্জ করা আটটি মামলার শুনানি করছে শীর্ষ আদালত।
এর ফলে নেতানিয়াহু এবং বিচারবিভাগের মধ্যে ফের সঙ্ঘর্ষের আবহ তৈরি হয়েছে। ইজরায়েলের নির্বাচিত আইন প্রণেতাদের ওপর আদালতের ক্ষমতা নিয়ে বিরোধ আরও গভীর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান রোনেন বারকে বরখাস্ত করার পর অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা নেতানিয়াহুর অফিস এবং কাতারের সম্পর্ক নিয়ে তদন্ত করছে।
এতে আরও অস্বস্তিতে নেতানিয়াহু। বারের সমর্থকদের দাবি, নেতানিয়াহু এমন একটি সংস্থার প্রধানের কাছ থেকে আনুগত্য দাবি করেছিলেন, যা রাজনৈতিক নয়।
Leave feedback about this