2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

গরিব অংশের মানুষকে খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিআইএম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গরীব অংশের মানুষকে খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। বুধবার দলের তরফে রাজধানীর দক্ষিণ চন্দ্রপুর এলাকার লোকজনকে নিয়ে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তী, অঞ্চল সম্পাদক সঞ্জয় সাহা সহ অন্যরা।

গরীব এলাকা হিসেবে পরিচিত রাজধানীর দক্ষিণ চন্দ্রপুর। পূর্বতন বাম সরকারের সময়ে অনেক পরিবারকে খাস জমির বন্দোবস্ত দেওয়া হয়েছিল। এর পরেও কিছু পরিবার বাকি রয়েছে। তাদের এখনও জমির পাট্টা মিলেনি। সম্প্রতি সেই এলাকায় গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উনার কাছে স্থানীয়রা আবেদন জানান বিষয়টি দেখার। এরই পরিপ্রেক্ষিতে সিপিএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি স্মারকলিপি জমা দেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service