জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্মার্ট সিটি হিসেবে আগরতলা শহরকে এখন সাজানো কাজ চলছে। তাই রাজধানী আগরতলার বিভিন্ন বাজার গুলিতে বৈজ্ঞানিক ভাবে নির্মাণ করা দোকান ঘর এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ চলছে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর লেইক চৌমুহনী বাজারের বেশ কিছু অবৈধ দোকান ভেঙ্গে ফেলা হয়। এরপরেই একে গিরে শুরু হয়েছে রাজনীতি।
বাম নেতৃবৃন্দ একে কেন্দ্র করে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। রাজনীতির বাজার গরম করছেন একাংশ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে। তাদের এই রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার লেইক চৌমুহনী বাজারের ভেঙ্গে ফেলা অংশ পরিদর্শন করলেন সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং বিরোধীদল নেতা জিতেন চৌধুরী সহ এক প্রতিনিধি দল।
শুক্রবার শুক্রবার লেইক চৌমুহনী বাজারের ভেঙ্গে ফেলা অংশ পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিতেন চৌধুরী বলেন, ডাবল ইঞ্জিনের সরকার তাই গরিবদের পেটে লাথি মারলো আগরতলা পৌর নিগম।
সঙ্গে তিনি আরো বলেন বিকল্প জায়গার ব্যবস্থা না করে আগেভাগে এভাবে ব্যবসায়ীদের দোকানঘর ভেঙ্গে ফেলা উচিত হয়নি। কারণ এর সঙ্গে তাদের পরিবার প্রতিপালনের বিষয় রয়েছে। এই পরিস্থিতিতে তিনি দাবি জানান অবিলম্বে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দিতে হবে এবং বিকল্প জায়গায় ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।
এদিন জিতেন চৌধুরীর সঙ্গে ছিলেন বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, বাম নেতা অমল চক্রবর্তী সহ আরো অনেকের। এই বাজার ভাঙ্গার ইস্যুটি যে এখনই শেষ হচ্ছে না তা বুঝতে পারা যাচ্ছে। আগামী দিনে একে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত হবে বলে অভিমত অনেকের।
Leave feedback about this