2025-02-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

গভীর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার তিন বাংলাদেশী নাগরিকসহ এক ভারতীয় দালাল

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্য পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী নাগরিক ও এক ভারতীয় দালাল। ঊনকোটি জেলার কুমারঘাটের একটি আসবাপত্রের দোকানে কাজের সুবাদে কয়েকমাস ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলো তারা। ধৃত চারজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে অনুপ্রবেশ।

মঙ্গলবার গভীর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলো তিন বাংলাদেশী নাগরিক ও এক ভারতীয় দালাল। ঊনকোটি জেলার কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কুমারঘাট থানার পুলিশ। থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন, তাদের কাছে গোপন সুত্রে খবর আসে কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠ সংলগ্ন একটি কাঠের আসবাপত্রের দোকানে কাজ করছে তিনজন বাংলাদেশী নাগরিক। সেই সুত্র ধরে মঙ্গলবার গভীর রাতে সেই দোকানে হানা দিয়ে তিনজন বাংলাদেশী শ্রমিককে আটক করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বিকার করে পুলিশের কাছে। ধৃতরা হলো খোকন মিঞা, আবির মিঞা এবং জুয়েল মিয়া। বিগত পাঁচমাস ধরে কাজের সুত্রে কুমারঘাটে ঘাটি গেড়ে বসেছিলো এরা। তারা প্রত্যেকেই বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। শুধু তাইনয়, এদের ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে সহায়তার দায়ে কৈলাশহরএর ইরানী থানার বাসিন্দা আশিক উদ্দীন নামে এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

তিনি জানান অবৈধভাবে বাংলাদেশী শ্রমিকদের জায়গা দিয়ে কাজ করানোর দায়ে ঐ আসবাপত্রের দোকানের মালিকের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যাবস্থা। বুধবার চারজনকে আদালতে পাঠিয়েছে কুমারঘাট থানার পুলিশ। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মাঝে ভারতে থেমে নেই বাংলাদেশী অনুপ্রবেশের ঘটনা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service