জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণ্ডাছড়া এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি মহকুমার উন্নয়নে একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। জুলাই মাসে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গণ্ডাছড়ায়। দুর্বৃত্তদের আক্রমণে পুড়ে যায় বহু মানুষের বাড়ি ঘর, দোকানপাট। মারা যায় আগুনে গবাদি পশু। ব্যাপক ক্ষতি হয়।
রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উনার সঙ্গে ছিলেন এলাকার বিধায়িকা নন্দিতা রিয়াং, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী মৃত পরমেশ্বর রিয়াং এর বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে কথা বলেন। তাদের সান্ত্বনা দেন। এর পরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ শিবিরে যান। কথা বলেন লোকজনের সঙ্গে। পড়ুয়াদের হাতে তুলে দেন পাঠ্য সামগ্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একগুচ্ছ ঘোষণা দেন গণ্ডাছড়ার জন্য।
তিনি জানান মহকুমার উন্নয়নে ২৩৯ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী এদিন জানান, মৃত পরমেশ্বর রিয়াং-এর পরিবারকে প্রথমে ৬ লক্ষ টাকা সাহায্য করা হয়েছে। আরও ৪ লক্ষ টাকা সাহায্য করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। গণ্ডাছড়ার ঘটনায় ১০১ টি পরিবারের সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এই পরিবার গুলিকে ইতিমধ্যে ৯৫ হাজার টাকা করে সাহায্য করা হয়েছে। এই পরিবার গুলিকে মোট ৩ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তাদেরকে মোট দেড় লাখ টাকা করে দেওয়া হবে।
যাদের আংশিক ক্ষতি হয়েছে তাদেরকে আগে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আরও ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ৫ টি পরিবারকে প্রথমে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই পরিবার গুলিকে আরও ২০ হাজার টাকা করে দেওয়া হবে। ৩ টি পরিবারকে আগে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই পরিবার গুলিকে আরও ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। গণ্ডাছড়ার নারায়নপুর মার্কেটে নতুন করে ৩০ টি মার্কেট স্টল নির্মাণ করা হবে। তার জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি টাকা। দশরাম চৌধুরী সুপার মার্কেটের সংস্কার ও উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এদিন গণ্ডাছড়া মার্কেট এলাকার সার্বিক উন্নয়নের জন্য ১০ কোটি টাকা খরচ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
গণ্ডাছড়া থেকে আমবাসা পর্যন্ত ৫১ কিলোমিটার সড়কের উন্নয়নের জন্য ব্যয় করা হবে ১৫০ কোটি টাকা ব্যয় করা হবে। তিনি জানান, ৩৩ কেভি ও ৩০ কার্ড এলাকায় দুটি স্থায়ী নিরাপত্তা বাহিনীর ক্যাম্প বসানো হবে। মহকুমার উন্নয়নে ২৩৯ কোটি ১০ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনে যাতে এ ধরণের ঘটনা না ঘটে ও এলাকায় শান্তি ও ঐক্য বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
Leave feedback about this