2024-12-17
agartala,tripura
বিনোদন

গদর ২ সানি দেওলের কেরিয়ারের সব থেকে বেশি আয় করা ছবি 

জনতার কলম ওয়েবডেস্ক :- গত শুক্রবার অর্থাত্‍ ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি-আমিশার ‘গদর ২। এই সিনেমার হাত ধরেই সিনেপ্রেমীদের মনে ফিরেছে ২২ বছর আগের পুরনো স্মৃতি। দীর্ঘদিন পর সানি দেওল এবং আমিশা প্যাটেলের পুরনো কেমিস্ট্রি দেখার আগ্রহ, শুরু থেকেই অনুরাগীদের মধ্যে ছিল। প্রথম পর্বের রেকর্ড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে এই ছবি। মাত্র তিন দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ‘গদর ২’। প্রথম দিন এই ছবি বক্স অফিসে ৪০.১০ কোটি টাকার ব্যবসা করে। শনিবার ছবিটা বক্স অফিসে ৪৩ কোটি টাকা আয় করেছে। অর্থাত্‍ দু’দিন মিলিয়ে ভারতে ‘গদর ২’-এর আয় ৮৩.১০ কোটি। আর রবিবার ১৩ অগাস্ট ‘গদর ২’ ৫২ কোটি টাকা আয় করেছে। এক লাফে তৃতীয় দিনে ছবির আয় অনেকটাই বেড়েছে। ফলে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে এই ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ১৩৫.১৮ কোটি টাকায়। বলা যায় এই ছবি এখন প্রায় দেড়শো কোটির দোরগোড়ায়। দর্শকদের থেকে এই বিপুল সাড়া পাওয়ার পর ‘গদর ২’ ছবিটি সানি দেওলের কেরিয়ারের সব থেকে বেশি আয় করা ছবি হয়ে দাঁড়াল।২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া অনিল শর্মা পরিচালিত ‘গদর’দর্শকদের মন জিতেছিল। তারা সিং নামের এক পঞ্জাবী তাঁর স্ত্রী-কে পাকিস্তান থেকে যেভাবে দেশে ফিরিয়ে আনেন, সেই কাহিনি সবার মনে ধরে। ২২ বছর আগের আবেগে ভর করে উন্মাদনার সঙ্গে বড় পর্দায় চলছে ‘গদর-টু’। ‘ ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট, ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। তারা সিং আর সাকিনার চরিত্রে রয়েছেন সানি দেওল আর আমিশা পাটেল। ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে পাকিস্তানে পা দেবে তারা সিং। ছেলে প্রেম ঘটিত কারণে বন্দি পাকিস্তান সেনার হাতে। ছেলেকে ফিরিয়ে আনতে আর পাকিস্তান সেনার দম্ভ চুরমার করে দিতে হাজির হয়ে যায় তারা সিং। পাকিস্তানি সেনার হাত থেকে নিজের ছেলেকে কী করে বাঁচায় সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। সানি দেওল, আমিশা ছাড়াও ‘গদর ২’-তে আরও অভিনয় করেছেন উত্‍কর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা। ২০২৩ সালে ‘গদর ২’ -র আগে শাহরুখ খানের ‘পাঠান’ একমাত্র এটির থেকে প্রথম দিন বেশি আয় করেছিল। শাহরুখের ছবি প্রথম দিনে ৫৭ কোটি টাকা ঘরে তুলেছিল। অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমার অভিনীত ‘ও মাই গড ২’ ছবিটিও গদর ২ -র সঙ্গে মুক্তি পেয়েছে। কিন্তু সেটা বক্স অফিসে প্রথম দিন কেবল ১০.২৬ কোটি আয় করেছে। যদিও এই ছবিটিও দারুণ প্রভাব ফেলেছে দর্শকদের মনে। বেশ পজিটিভ রিভিউ পাচ্ছে, তাই অনুমান করা হচ্ছে এটি আগামীতে ‘গদর ২’ -কে বক্স অফিসে কড়া টক্কর দেবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service