2025-12-15
Ramnagar, Agartala,Tripura
দেশ

গত ১১ বছরে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৪৬ শতাংশ: পীযূষ গয়াল

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশে শক্তি খাতে ব্যাপক অগ্রগতির কথা তুলে ধরলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। বুধবার নয়াদিল্লিতে শক্তি ক্ষেত্রের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, গত ১১ বছরে ভারতে সৌরবিদ্যুৎ উৎপাদন ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী জানান, বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম কয়লা পরিশোধন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। গত বছরে দেশে এক বিলিয়ন টনেরও বেশি কয়লা উৎপাদন হয়েছে এবং এর ফলে কয়লা আমদানি প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

পীযূষ গয়াল আরও জানান, দেশে বায়ু শক্তির উৎপাদন ক্ষমতা বেড়ে বর্তমানে ৫৩ গিগাওয়াটে পৌঁছেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে কেন্দ্র সরকার কেবলমাত্র ফলাফলভিত্তিক উন্নয়নের উপর জোর দিয়েছে, যার ফলে গত ১১ বছরে শক্তি খাতে আমূল পরিবর্তন এসেছে।

তিনি বলেন, দেশের শক্তি ক্ষেত্রের রূপান্তর গড়ে উঠেছে সর্বজনীন বিদ্যুৎ সংযোগ, সাশ্রয়ী মূল্য, নিরবচ্ছিন্ন সরবরাহ, আর্থিক সক্ষমতা এবং পরিবেশগত স্থায়িত্বের ভিত্তিতে।

মন্ত্রী জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের কথাও উল্লেখ করেন। এই মিশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বছরে ৫০ লক্ষ মেট্রিক টন সবুজ হাইড্রোজেন উৎপাদন করা, যার মাধ্যমে এক লক্ষ কোটি টাকারও বেশি জীবাশ্ম জ্বালানি আমদানি হ্রাস করা সম্ভব হবে।

এছাড়াও তিনি প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের কথা তুলে ধরেন, যার আওতায় প্রায় ২০ লক্ষ পরিবারের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ চলছে। মন্ত্রী জানান, দেশ এখন উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গ্রিড সংযুক্তি ও নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বের পথে অগ্রসর হয়েছে।

পীযূষ গয়াল বলেন, ভারত বিদ্যুৎ সংকটের যুগ পেরিয়ে বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং এখন বিদ্যুৎ স্থায়িত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service